ইনসাইড গ্রাউন্ড

ঘরের মাঠে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তবুও গোল পার্থক্যের কারণে লা লিগার লিগ টেবিলে শীর্ষে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে খেলতে নামলেই যেন পথ হারিয়ে ফেলছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে নিজেদের সেভাবে মেলে ধরতে পারলেন না বেনজেমা-ভিনিসিয়াসরা। দেড় দশক পর তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল সফরকারী দলটি।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে লা লিগার ম্যাচটিতে পুরো সময়ে গোল দিতে পারেনি কোনো পক্ষ। ফলে ড্র`তেই সন্তুষ্ট থাকতে হয়েছে। 

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল। গত মাসে এখানে চ্যাম্পিয়ন্স লিগে শেরিফ তিরাসপুলের বিপক্ষে তারা হেরেছিল ২-১ গোলে। তার আগে ঘরোয়া লিগে গোলশূন্য ড্র করেছিল ভিয়ারিয়ালের সঙ্গে।

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দলেরই পয়েন্ট ২১ করে। এর মধ্যে সমান ১০টি করে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, সেভিলা ও রিয়াল সোসিয়েদাদ। আর রিয়াল বেটিস খেলেছে ১১টি ম্যাচ। এর মধ্যে শীর্ষে মাদ্রিদ, দুইয়ে সেভিলা, তিনে বেটিস ও চারে সোসিয়েদাদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭