ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন হোল্ডার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু হারা বললে অবশ্য বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কম হয়ে যায়! নিজেদের নামের প্রতি সুবিচার করে দুটো ম্যাচেই কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তারা। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন এখন নিভু নিভু প্রায় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশও হেরেছে দুই ম্যাচ। শুক্রবার দুই দলের মুখোমুখি লড়াইটি তাই ভীষণ গুরুত্ববহ, টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। এমন এক ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ঢুকে গেলেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার।

আগে থেকেই অবশ্য সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন এই অলরাউন্ডার। তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। এবার যোগ হলেন মূল দলে। পেসার ওবেদ ম্যাকয়ের বদলে এই দলে ঢুকেছেন হোল্ডার। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাকয়।

ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ খেলেছিলেন ম্যাকয়। ডান পায়ের চোটে পড়ায় পরের ম্যাচের একাদশে ছিলেন না। সেই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাঁকে। ম্যাকয়ের বদলে হোল্ডারকে উইন্ডিজের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭