ইনসাইড গ্রাউন্ড

‘ফেসবুক নয়, মুশফিকদের উচিত খেলায় মনোযোগ দেওয়া’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যম, সব জায়গাতেই বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। যা ফেসবুক থেকে পৌঁছে গেছে দলে থাকা ক্রিকেটারদের কানেও। এসব সমালোচনা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম বিস্ফোরক মন্তব্য করেছিলেন। মুশফিকদের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মনে করেন, ফেসবুকের মন্তব্য নিয়ে মাথা না ঘামিয়ে ক্রিকেটে মনোযোগ দেয়া উচিত। 

ক্রিকেটে মনোযোগী হওয়ার ব্যাপারে দুর্জয় খেলোয়াড়দের আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম তো আর গণমাধ্যম না। এটা একটি সাধারণ প্ল্যাটফর্ম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা। ’

সুপার টুয়েলভের দুইটি ম্যাচ হেরেই এখন বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বাংলাদেশর জন্য। এমনটি মনে করেন দুর্জয়। পরবর্তী ম্যাচগুলোতে জেতার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘মাঠের বাইরের বিষয়ে (খেলোয়াড়রা) যেহেতু বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন তা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমি-ফাইনাল নিয়ে ভাবছি না। আমি চাই, বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক। ’

আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭