ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের স্থায়ী কোচ হচ্ছেন কারস্টেন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

মিসবাহ উল হক প্রধান কোচের দায়িত্ব ছাড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে। এত অল্প সময়ের মধ্যে স্থায়ীভাবে কাউকে নিয়োগ না দিয়ে সাবেক স্পিন লিজেন্ড সাকলাইন মুশতাককে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থানীয় গণমাধ্যম বলছে, জাতীয় দলের স্থায়ী কোচ হিসেবে গ্যারি কারস্টেনকে চায় তারা।

পিসিবির আগ্রহের তালিকায় আরো আছেন সিমন ক্যাটিচ ও পিটার মুরস। কিন্তু ক্যাটিচ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ভাবছেন।

কারস্টেন ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ জেতানো কোচ। কলকাতা নাইট রাইডার্সের সাবেক সহকারী কোচ ক্যাটিচ গত আইপিএলের প্রথম পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ ছিলেন। অন্যদিকে ইংল্যান্ডের দুইবারের প্রধান কোচ মুরস সম্প্রতি নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের চুক্তি করেছেন।

বলা যায়, কারস্টেনকেই পাওয়ার আশা করতে পারে পিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্যে তাকে জাতীয় দলে আনা খুব একটা সহজ হবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭