ইনসাইড গ্রাউন্ড

নারী দলের নতুন দায়িত্বে সুজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। জিম্বাবুয়েতে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অন্তর্বর্তীকালীন কোচ এবং বর্তমানে ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ বাছাইয়ে নারী দলের সঙ্গে থাকবেন তিনি।

বুধবার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে খবরটি জানিয়েছেন, বিসিবির নারী ক্রিকেটের চেয়ারম্যান নাদের চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খালেদ মাহমুদকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছি।’

নাদেল আরও যোগ করেন, ‘আমরা আশা করছি, ড্রেসিংরুমে খালেদ মাহমুদের উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে ভালোভাবে এগিয়ে নিতে পারবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭