ইনসাইড এডুকেশন

জাবির আবাসিক হলে থাকতে পারবে না ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন আবাসিক হলে ভর্তিচ্ছুদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বছর ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থী অথবা তাদের আত্মীয়-স্বজন অথবা বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করতে পারবেন না। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর থেকে স্ব স্ব হলের প্রাধ্যক্ষের সাথে যোগাযোগ কওে হলে উঠতে পারবে। তবে তাদেরকে হল অফিসে করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র জমা দিতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭