ওয়ার্ল্ড ইনসাইড

ত্রিপুরায় মসজিদে হামলার ভিডিওটি গুজব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

সম্প্রতি ভারতের ত্রিপুরার একটি মসজিদে হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতংক ও উত্তেজনা লক্ষ করা যায়। কিন্তু সেই ছবি ও ভিডিওগুলোকে মিথ্যা দাবি করে ঘটনাকে গুজব বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর গত মঙ্গলবার (২৬ অক্টোবর) ত্রিপুরায় সংঘর্ষ হয়। ঘটনার পর পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পানিসাগরের সাথে সেসব ছবি ও ভিডিওর কোনো সংযোগ নেই। ত্রিপুরার কোনো মসজিদেই আগুন লাগানো হয়নি।

তিনি আরও বলেন, সবার কাছে আমার অনুরোধ কেউ যেনো ফেক আইডি অনুসরণ না করে। এতে গুজবের পরিমাণ কমবে। সেইসাথে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭