ইনসাইড গ্রাউন্ড

ওয়ার্নার-ফিঞ্চে দুর্দান্ত শুরু অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।  টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। 

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ঝড়ো ব্যাটিং এ ৬ ওভারে বিনা উইকেটে ৬৩ রান করে অজিরা। 

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোট ১৬টি। তাতে দুই দলেরই জয় সমান, ৮টি করে।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশ্য দুই দলই শুরু করেছে জয় দিয়ে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে। অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭