ইনসাইড গ্রাউন্ড

টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ: সোহান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/10/2021


Thumbnail

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্নে খানিকটা ধূলি জমেছে। বাস্তবতা কঠিন হলেও সমীকরণ বলছে এখনও সেমিফাইনাল খেলা সম্ভব। সেটির জন্য অবশ্য বাকি সব কয়টা ম্যাচ জিততে হবে টাইগারদের। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয় কিংবা নেট রান রেটের দিকে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনাল খেলা। তবে সেই লক্ষ্য পূরণে শুরুতেই ধাক্কা খায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হার। তাতে সুপার টুয়েলভে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের।

যদিও পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে খেলার সুযোগ পায় টাইগাররা। তবে মূল পর্বে এসে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশ। ইতোমধ্যেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে লাল সবুজের প্রতিনিধিরা। তারপরও সেমিফাইনাল খেলার আশা ছাড়ছে না বাংলাদেশ।

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সোহান বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমরা হাতের নাগালে থাকা একটা ম্যাচ হেরেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকলে হলে পরবর্তী ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ওটার উপরই নজর দিচ্ছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের ৬ ম্যাচের মধ্যে সমান তিনটি করে ম্যাচ জিতেছে দুই দল।এ ছাড়া ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজেও ক্যারিবিয়ানদের হারিয়েছিল সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে যা বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে।

সোহান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুইটা সিরিজ ভালো হয়েছে। টি-টোয়েন্টিতে ভাল খেলেছি এটা আমাদের অনুপ্রেরণা দেবে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের টুর্নামেন্টে টিকে থাকলে গেলে উইন্ডিজের সঙ্গে জেতাটা গুরুত্বপূর্ণ।’

এই উইকেট কিপার-ব্যাটার আরও বলেন, ‘কালকের (২৯ অক্টোবর) ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় সবাই নিজের শতভাগ দিতে মুখিয়ে আছে। আমার মনে হয় যাই হোক, ফলাফল খেলার শেষে দেখা যাবে। তবে আমরা শতভাগ চেষ্টা করতে পারি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭