ইনসাইড আর্টিকেল

করোনা টিকা না নেওয়ার ঝুঁকি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/10/2021


Thumbnail

যদি আপনি মনে করেন একবার করোনায় আক্রান্ত হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, তাহলে সেটি একেবারেই ভুল ধারণা। কোভিড ভ্যাক্সিন না নিলে এবং মাস্ক ছাড়া চলাফেরা করলে একবার করোনায় আক্রান্ত ব্যক্তি পুনরায় সংক্রামিত হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

প্রাথমিক সংক্রমণের চার মাসের মধ্যে প্রায় ৫ শতাংশে বেড়ে যায় ফের সংক্রমণের ঝুঁকি। ১৭ মাসের মধ্যে ঝুঁকি বাড়তে পারে ৫০ শতাংশ পর্যন্ত। এসময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা নেমে আসে অর্ধেকে। আক্রান্ত হওয়ার ঝুঁকি করোনাভাইরাসগুলোর জেনেটিক সম্পর্কের ওপরও নির্ভর করে অনেক সময়।

তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বল্পস্থায়ী হয়। তাই আপনি সংক্রমিত হলেও টিকা নেওয়া উচিত। কানেকটিকাটের নিউ হ্যাভেনের ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের বায়োইনফরম্যাটিশিয়ান জেফরি টাউনসেন্ডের পরামর্শ এমনটাই। যদিও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা কতক্ষণ স্থায়ী হয় তা সঠিকভাবে জানার জন্য আরো তথ্যের প্রয়োজন, তবে টিকা না দিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব অনুমান করার জন্য, বিশেষজ্ঞরা বুঝতে চেষ্টা করেছেন কীভাবে পূর্ববর্তী সংক্রমণ থেকে অ্যান্টিবডির মাত্রা ফের সংক্রমণের ঝুঁকিকে প্রভাবিত করে।

বিশেষজ্ঞরা মডেল করে দেখিয়েছে যে, কীভাবে ভাইরাল বৈশিষ্ট্য সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো করোনা সংক্রমণের পরে অ্যান্টিবডি স্তরের হ্রাস এবং পুনরায় সংক্রমণের ঝুঁকি বোঝার জন্য প্রয়োজনীয় অন্যান্য কারণগুলোর একটি ধারণা দেয়। বিভিন্ন গবেষণা অনুসারে, কোভিড-১৯ মহামারী রোগ থেকে স্থানীয় রোগে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখনও করোনা সম্পর্কে অনেক তথ্যই অজানা বা ভালোভাবে জানা সম্ভব হয়নি। তার মধ্যে একটি হলো, কেউ পুনরায় সংক্রমিত হলে রোগের সম্ভাব্য তীব্রতা কতটা হতে পারে সেই ধারণা। প্রতিবেদনে বলা হয়েছে যে, কোনো ব্যক্তি পুনরায় সংক্রমিত হলে তার সংবেদনশীলতা এবং রোগের স্বভাব উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে রোগীর লং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭