ইনসাইড সাইন্স

ফেসবুকের নাম বদলে ভাগ্য বদল আরেক মেটা’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/10/2021


Thumbnail

প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠানের নাম বদলের ঘোষণা দেন গত বৃহস্পতিবার। ফেসবুক ইনকরপোরেটেড থেকে বদলে করেন মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড। তবে এই খবরে দাম বেড়েছে স্বল্প পরিচিত এক কানাডীয় প্রতিষ্ঠানের। সেটির নামের শুরুতেও আছে মেটা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হলে কানাডার নোভা স্কশিয়ার হ্যালিফ্যাক্সের মেটা ম্যাটেরিয়ালস ইনকরপোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে যায়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাজদাক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পরপরই বাড়ে ৬ শতাংশ। কয়েক ঘণ্টার মধ্যে তা ২৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ফেসবুকের শেয়ারদরও শুক্রবার ১ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

বিনিয়োগকারীদের মধ্যে মেটা ম্যাটেরিয়ালসের শেয়ার এমনিতেই বেশ জনপ্রিয়। সাম্প্রতিক মাসগুলোয় হু হু করেই বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারদর। সর্বোচ্চ বেড়ে গত জুনে ২২ ডলারে পৌঁছেছিল।

ইলেকট্রনিকস, অ্যারোস্পেসসহ বেশ কয়েক ধরনের উৎপাদননির্ভর শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান নকশায় বিশেষায়িত প্রতিষ্ঠান মেটা ম্যাটেরিয়ালস। সেটির বাজারদরও একদম কম নয়, ১৩০ কোটি ডলার।

নামের ভুলে শেয়ারদর বৃদ্ধির ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। করোনাকালে ভিডিও কনফারেন্স সেবা জুমের কদর বাড়লে ভুল করে দাম বাড়ে জুম টেকনোলজিস নামের ভিন্ন এক প্রতিষ্ঠানের।

অবশ্য শেয়ারের মূল্যবৃদ্ধির এই ঘটনা কি ভুলে, নাকি ইচ্ছাকৃত, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না এখনই। তবে মজা করতে ছাড়েননি মেটা ম্যাটেরিয়ালসের সিইও জর্জ পালিকারাস। টুইটারে লেখেন, ‘মেটা ম্যাটেরিয়ালসের পক্ষ থেকে আমি ফেসবুককে আন্তরিকভাবে মেটাভার্সে স্বাগত জানাই।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭