ইনসাইড ওয়েদার

আজও ঝরতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2021


Thumbnail

আকাশ মেঘে ঢেকে থাকার ঘটনা সাধারণত বর্ষাকাল ছাড়া ঘটে না। আবার সারা দিন ধরে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়াও ব্যতিক্রমী ঘটনা। দেশের কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া আজো বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । 

আবহাওয়াবিদেরা বলছেন, আজ সোমবার (১৫ নভেম্বর) আবহাওয়ার এই দশা থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। তবে এই পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। আরও দু-এক দিন পর তা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এর আগের নিম্নচাপটি ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে গিয়ে গতকাল রোববারও স্থল লঘুচাপ আকারে ছিল। ফলে এর প্রভাবে সৃষ্টি হওয়া বিস্তৃত মেঘমালা বাংলাদেশ ও ভারতের ভূখণ্ডের আকাশ থেকে সরছে না। যে কারণে সারা দিন আকাশ মেঘলা ও থেমে থেমে বৃষ্টি ঝরছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭