ইনসাইড পলিটিক্স

এখন বিদেশে নেওয়া সম্ভব নয় বেগম জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2021


Thumbnail

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা বলেছেন যে এখন বেগম জিয়ার যে শারীরিক অবস্থা তাতে এখন তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। এভারকেয়ার হাসপাতালের অন্তত দুইজন চিকিৎসকের সাথে কথা বলে "বাংলা ইনসাইডার" এই তথ্য নিশ্চিত করেছে। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। গত রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় এবং হঠাৎ করে তার হিমোগ্লোবিন কমে গিয়েছিলো। হিমোগ্লোবিনের মাত্রা আজ কিছুটা বেড়েছে তবে তার লিভারের অবস্থা এখনো সঙ্কটাপন্ন রয়েছে। 

এই লিভারের জটিলতার কারণেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে বেগম খালেদা জিয়াকে এখন বিমানে পরিবহণ করা বা এয়ার এ্যাম্বুলেন্সে নেয়া প্রায় অসম্ভব বলে চিকিৎসকরা দাবি করেছেন। তারা বলছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নাজুক। বিমানে স্থানান্তর করা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।  বিশেষ করে দূরে কোথাও যদি বেগম খালেদা জিয়াকে নেয়া হয় তাহলে তিনি আরও সংকটাপন্ন অবস্থার মধ্যে পরতে পারেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা এটাও বলছেন যে বেগম খালেদা জিয়ার যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব তা এভারকেয়ার হাসপাতাল দিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭