ইনসাইড বাংলাদেশ

তাজরিন ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনায় ছয় বছরে সাক্ষ্য দিলেন মাত্র ৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2021


Thumbnail

নয় বছর আগে ঢাকার আশুলিয়ার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১১১ জন পোশাক শ্রমিক নিহত ও ২০০ জনের অধিক আহত হয়। সেই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ গত ৯ বছরেও সমাপ্ত হয় নি। এই নয় বছরে মাত্র ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়ে গেছেন এখনো ৯৫ জন।

মামলা সম্পর্কে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি বলেন, সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করা যাচ্ছে না। কারণ, অভিযোগপত্রে থাকা ঠিকানায় সাক্ষীদের অনেকে থাকেন না। সর্বশেষ গত ১৩ জানুয়ারি একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

অগ্নিকান্ডের ঘটনায় আহত শ্রমিকরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। ভুক্তভোগী শ্রমিকেরা অভিযোগ করেন, আগুন লাগার পরপরই কারখানার তৃতীয় তলার ফটকে তালা মেরে দেওয়া হয়েছিল।

আদালত সূত্র জানায়, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার পরের বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযোগপত্র দেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ আসামির বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে বলা হয়, আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

সূত্রমতে, এ মামলায় গত ১৩ জানুয়ারি সাক্ষ্য দেন ভুক্তভোগী জরিনা বেগম। এরপর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি রেহানা আক্তার বুধবার গণমাধ্যমে বলেন, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর তাজরীনের এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর ৬ বছরে ১০৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রেহানা আক্তার মনে করেন, অভিযোগপত্রে যদি সাক্ষীদের মুঠোফোন নম্বর থাকত, তাহলে তাঁদের সহজে খুঁজে পাওয়া সম্ভব হতো।

অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাজরীনের এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেন ছাড়া অন্য আসামির মধ্যে আছেন তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল এবং স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম। সব আসামি জামিনে আছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭