ইনসাইড গ্রাউন্ড

অনুভূতিটা প্রকাশ করার মতো না: জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2021


Thumbnail

অনেকদিন ধরেই নামটা শোনা যাচ্ছিল তার। বলা হচ্ছিল দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটের ভরসা হতে পারবেন তিনি। শেষ পর্যন্ত মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন জাতীয় দলে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াডে তাকে রেখেছে বিসিবি।

জাতীয় লিগের শুরুটা অবশ্য ভালো হয়নি তার। প্রথম ম্যাচেই জোড়া  শূন্য। এরপর দুই ম্যাচ খেলেছেন ১১২ ও ১২১ রানের ইনিংস। তাতে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেছেন, অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই তার।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই ক্রিকেটার বলেছেন, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।’
 
জাতীয় লিগের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘হ্যাঁ। জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে হাই পারফরম্যান্স ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’

চট্টগ্রামে কেমন ব্যাটিংয়ের পরিকল্পনা এ নিয়ে তিনি বলেছেন, ‘আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো। চট্টগ্রাম বলতে আসলে আলাদা কিছু না। সিনিয়র ভাইরা সবাই আছেন, সবাই সাহায্য করলে...আমরা একসাথে শেষ কয়েকটা সিরিজ খেলছি...তাই সবাই অনেক সাহায্য করে আমাকে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭