ইনসাইড গ্রাউন্ড

ভারতের ৩০৩ নাম্বার টেস্ট ক্যাপ পাচ্ছেন শ্রেয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2021


Thumbnail

গত জুনে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড। এবার ভারতের বিপক্ষেই নতুন চক্র শুরু করবে কিউইরা। ২৫ নভেম্বর কানপুরে শুরু হওয়া টেস্ট সিরিজে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়ার আয়ারের।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে ইতিমধ্যে অভিষিক্ত হয়েছেন তিনি। এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়াসের। এমনটাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ নভেম্বর কানপুরের গ্রিণ পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩০৩তম ভারতীয় টেস্ট খেলোয়াড় হচ্ছেন শ্রেয়াস।

সিরিজের প্রথম টেস্ট খেলছেন না বিরাট কোহলি। তাই কানপুরে প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। আজ (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন, ‘চোটে পড়ায় লোকেশ রাহুলকে দুর্ভাগ্যবশত আমরা পাচ্ছি না। তাই শ্রেয়াসের অভিষেক হচ্ছে।`

হনুমা বিহারির পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে শ্রেয়াসকে। যেখানে বিহারিকে সুযোগ না দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭