ইনসাইড গ্রাউন্ড

কানপুর প্রথম টেস্টে ব্যাট করছে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2021


Thumbnail

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সিরিজে জয়ের পর এবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু হলো টেস্ট সিরিজ। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। এই ম্যাচে ৩০৩ তম ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটার স্রেয়াশ আয়ারের মাথায় টেস্ট ক্যাপ উঠেছে। টেস্ট অভিষেক হয়েছে নিউজিল্যান্ডের একজনের। রাচিন রবিন্দ্র নামে ওই ক্রিকেটার স্লো বাম-হাতি স্পিনার।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকালে কেনে উইলিয়ামসনের সঙ্গে টস করতে নেমে জিতলেন আজিঙ্কা রাহানে। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেছে ভারত।

যদিও ২১ রানের উদ্বোধনী জুটি গড়ার পর আউট হয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। ২৮ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপরই জুটি গড়ে কিউই বোলারদের হতাশা উপহার দেন শুভমান গিল এবং চেতেশ্বর পুজারা। দু’জনের ব্যাটে ৬১ রানের জুটি পরে দলীয় ৮২ রানে গিল আউট হয়ে ফিরে যান। তৃতীয় উইকেটের পতন হয় ১০৬ রানের মাথায়। ৮৮ বলে ২৬ রানের ইনিংস খেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭