ওয়ার্ল্ড ইনসাইড

রোমানিয়ায় মার্কিন ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2021


Thumbnail

বলকান রাষ্ট্র রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ মার্কিন ডলার মূল্যের ডিজেল চুরির ঘটনা ঘটেছে। রোমানিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরে মার্কিন ঘাঁটি থেকে জ্বালানি তেল চুরির এই ঘটনায় জড়িত সন্দেহে দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে গ্রেফতার করেছে।

বুধবার রোমানিয়ার প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। রোমানিয়ার মাফিয়া দমন প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারের তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েকজন একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী গঠন করেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, চক্রের সদস্যরা কয়েকশ’ মার্কিন সৈন্য অবস্থান করছে, এমন ঘাঁটির জেনারেটর লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তবে বিবৃতিতে সন্দেহভাজন চোরদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের সময় কৃষ্ণ সাগরে রোমানিয়ায় ওই সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭