ইনসাইড গ্রাউন্ড

চট্টগ্রামে উইকেট দেখার বিফল চেষ্টা আফ্রিদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2021


Thumbnail

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার (২৬ নভেম্বর)। ম্যাচের আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুই দল অনুশীলন করেছে সাগরিকায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন ছিল সকালে। বাংলাদেশের অনুশীলন চলাকালে উইকেট প্রস্তুত করার কাজ ছিল। স্বাগতিক অনুশীলন শেষে পাকিস্তানের অনুশীলন শুরু হয় দুপুর দেড়টায়।

ততক্ষণে কিউরেটররা প্রথম টেস্টের উইকেট প্রস্তুতের কাজ শেষ করে ফেলেছেন। উইকেটের কাজ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই উইকেট কভার দিয়ে ঢেকে ফেলা হয়।

তবে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি অনুশীলনে নেমে উইকেট দেখতে চান। কারও অনুমতি ছাড়াই পুরো কভার উঠাতে চাচ্ছিলেন তিনি। তবে মাঠে থাকা গ্রাউন্ডসম্যানরা বাধা দেন শাহীনকে। উইকেটের পাশে অনেকক্ষণ অপেক্ষা করে শেষমেশ চলে যান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭