ইনসাইড গ্রাউন্ড

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2021


Thumbnail

টি-টোয়েন্টি সিরিজে অনায়সেই জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। টি-টোয়েন্টি শেষে এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

সিরিজের প্রথম টেস্টে আগামীকাল শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে অতিথিরা। মূল লড়াইয়ের আগে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। 

১২ জনের স্কোয়াডে তিন জন ওপেনার রেখেছে পাকিস্তান। আবীদ আলী ও ইমাম-উল-হকের সঙ্গে আছেন আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেন ইমাম-উল-হক। লম্বা সময় পর ফিরলেন তিনি।

এ ছাড়া দলে আছেন দুই স্পিনার নওমান আলী এবং সাজিদ খান। পেস বিভাগে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে আছেন হাসান আলী। আর, পেস অলরাউন্ডার হিসেবে আছেন ফাহিম আশরাফ। এ ১২ জনের মধ্যে থেকে সেরা একাদশ নিয়ে আগামীকাল চট্টগ্রাম টেস্টে মাঠে নামবে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭