ইনসাইডার এক্সক্লুসিভ

খালেদা জিয়ার রক্তপড়া বন্ধ হচ্ছে না


প্রকাশ: 28/11/2021


Thumbnail

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারাত্মক রোগ লিভার সিরোসিসে আক্রান্ত। গতকাল শনিবার (২৭ নভেম্বর) রাত থেকে বেগম জিয়ার মলদ্বারের রাস্তা দিয়ে আবারও রক্তপাত শুরু হয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। এখন বেগম জিয়ার রক্তপাত বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দুই দিন আগে, গত শুক্রবার খালেদা জিয়ার মলদ্বার দিয়ে রক্ত যাওয়া এবং বমির সঙ্গে রক্ত যাওয়া সাময়িকভাবে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, লিভার সিরোসিস রোগটি যখন জটিল হয়, তখন তার রক্তবমি হয় এবং মলদ্বারের রাস্তা দিয়ে রক্তপাত হয়। এই রক্তপাত হওয়ার কারণে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও জানান তার চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খালেদা জিয়ার রক্তবমি ও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়। এর কারণ বের করতে গত বুধবার রাতে ডাক্তাররা তার কোলনোস্কপি এবং এন্ডোস্কপি করেন। খালেদা জিয়াকে ১৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন থেকে তিনি সিসিইউতে আছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭