ইনসাইড ওয়েদার

শিগগিরই জেঁকে বসছে না তীব্র শীত


প্রকাশ: 29/11/2021


Thumbnail

শিগগিরই জেঁকে বসছে না তীব্র শীত। বরং আগামী দুই থেকে তিন দিন পর তাপমাত্রা বাড়তে থাকবে। তবে সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, শিগগিরই জেঁকে বসছে না শীত। বরং আগামী দুই থেকে তিন দিন পর তাপমাত্রা বাড়তে থাকবে। আজ রাতে গণমাধ্যমকে দেওয়া এক পূর্বাভাসে তিনি এমনটা জানিয়েছেন। 

তিনি বলেন, সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা দেশের পূর্বাঞ্চলে সামান্য বাড়তে পারলেও দেশের অন্যত্র তা তা অপরিবর্তিত থাকতে পারে । সারাদেশে দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন আভাস নেই। 

উল্লেখ্য, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭