ইনসাইড গ্রাউন্ড

উইকেটের অপেক্ষায় বাংলাদেশ


প্রকাশ: 29/11/2021


Thumbnail

২০০৩ সালে মুলতান টেস্টের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। তবে ১ উইকেটের হারে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এরপর দীর্ঘ আক্ষেপ। পাকিস্তানের বিপক্ষে সাকুল্য ১১ টেস্ট খেলেও জয়ের স্বাদ পাওয় হয়নি। ঘরের মাঠে এবার খুব ভালো সুযোগ ছিল, সেই সুযোগ অবশ্য এখনো মিলিয়ে যায়নি। তবে চট্টগ্রাম বাংলাদেশ দলের জয়ে সুরে খানিক ভাঙন ধরেছে। বলা যায় ধীরে ধীরে জয়ে থেকে দূরে সরে যাচ্ছে স্বাগতিকরা। ম্যাচে ফিরতে হলে বাংলাদেশ দলকে করতে হবে দুর্দান্ত বোলিং। তাইজুল-মিরাজরা সেই কাজটুকুই দ্রুত সময়ের মধ্যে করতে পারে কিনা দেখার বিষয়। 

পাঁচদিনের ম্যাচে বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে বেশ ভালো অবস্থানে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। আবিদ আলী ২৪ ও শফিক ১৮ রানে অপরাজিত রয়েছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭