ইনসাইড বাংলাদেশ

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল চট্টগ্রাম নগরী


প্রকাশ: 29/11/2021


Thumbnail

বন্দরনগরী চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।

ভূমিকম্পের খবর দেয়া আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত গণমাধ্যমকে বলেছেন, ‘এর আগে গত ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়। যেটির প্রভাবে পুরো দেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের প্রভাবেই আরও ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছে। এ নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭