ইনসাইড বাংলাদেশ

দুর্জয়ের নিহতের ঘটনায় রামপুরা সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশ: 30/11/2021


Thumbnail

রাজধানী ঢাকার রামপুরায় বাসচাপা দিয়ে শিক্ষার্থী দুর্জয়ের নিহতের ঘটনার জেরে রামপুরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি জানান। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন। তাদের বাসা পুর্ব রামপুরা মোল্লা বাড়ি। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭