ইনসাইড টক

‘কৌশলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়াই আসল উদ্দেশ্যে’


প্রকাশ: 30/11/2021


Thumbnail

স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, কালকে যে চিকিৎসকরা খালেদা জিয়ার বাসভবনের সামনে বিবৃতি দিল বা প্রেস ব্রিফ করছে তারা সবাই বিএনপির দলীয় চিকিৎসক। এখানে এভারকেয়ার হাসপাতালের কোন চিকিৎসক না কিংবা এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের বোর্ডের কোন লিখিত সিদ্ধান্ত তারা পড়ে শোনায়নি। তারা এখানে প্রেস ব্রিফ করে বলেছে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। কিন্তু সেখানে ইউরোলজি, মেডিসিনে দু'একজন চিকিৎসক ছিলো কিন্তু কেউই এখানে লিভার বিশেষজ্ঞ না। বিএনপির দলীয় ডাক্তারে কেউ লিভার বিশেষজ্ঞ ছিলো না। বিএনপির চিকিৎসকেরা খালেদার চিকিৎসা নিয়ে যে পদ্ধতির কথা বলেছে তা বিজ্ঞান সম্মত না। তারা অনেক ভুল ও মিথ্যা তথ্য দিয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসা ও লিভার সিরোসিস সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেছেন। পাঠকদের জন্য অধ্যাপক ডা. এম এ আজিজ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন।

অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, যদি খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়ে থাকে তাহলে সে সিসিইউতে কেন? সে তো আইসিইউতে ভর্তি থাকবে। সে তো সিসিইউতে থাকার কথা না। সিসিইউতে থাকে হার্টের রোগীরা। সে যদি মৃত্যু পথযাত্রী হয় তাহলে সে আইসিইউতে যাবে। আরেকটি বিষয় হলো, লিভার সিরোসিসে তারা বলতেছে যে একবার প্রথম শুনেছি যে ব্লেডিং হয়েছে, কেউ কেউ বলতেছে ২য় বার ব্লিডিং হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বলতেছে ৩য় বার ব্লিডিং হলে বাঁচানো যাবে না। কিন্তু আমরা লক্ষ করেছি যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন যাবত বলছে যে সবসময় নাকি ব্লিডিং হচ্ছে। কিন্তু তাদের এই বক্তব্য ঠিক নয়। সুতরাং আমি মনে করে যে, তারা যে প্রেস ব্রিফ করেছে এটা বিএনপির রাজনৈতিক দলের আদলে বিএনপি প্রেস ব্রিফ করেছে, এটাও রাজনৈতিক স্ট্রাটেজি।

তিনি আরও বলেন, আমি মনে করে যে, প্রকৃত পক্ষে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আড়াল রেখে রাজনৈতিক বিবৃতি দিচ্ছে তারা। পাশাপাশি তারা খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের যতদূর শুনেছি যে তাদেরকেও এই প্রকৃত অবস্থা জানার জন্য সুযোগ দিচ্ছে না। আজকে যদি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা, একজন লিভার বিশেষজ্ঞ বা মেডিক্যাল বোর্ড যদি ব্রিফ করতো তাহলে এটা অনেকের কাছে গ্রহণযোগ্য হতো।

অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, এটা এখন পরিষ্কার তারা চিকিৎসার ব্যাপারে আগ্রহী না, এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছে এবং তারা আন্দোলন করতে চাচ্ছে। আন্দোলনের কর্মসূচীর কথা বলছে। চিকিৎসার চেয়ে ওইদিকে বেশি ব্যস্ত তারা। তারা আইনের ৪০১ ধারার কথা বলছে কিন্তু আদালতে যাচ্ছে না তারা। সুতরাং চিকিৎসা, আইন-আদালত সব ব্যাপারে বিএনপি একটি ধুম্রজালের সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতি করছে। তার কৌশলে বিদেশ নিতে চাচ্ছে। আসলে উদ্দেশ্যে হলো বিদেশ নেওয়া। বিদেশ মানে তারা শুধু ইউকে তে লন্ডন যেতে চায় তার ছেলের কাছে এবং প্রকৃতপক্ষে তাদের আসলে একটা অসৎ উদ্দেশ্য আছে। এটা চিকিৎসার ব্যাপারে না। আমরা চিকিৎসক হিসেবে মনে করি যে, অবশ্যই খালেদা জিয়া অনেক বয়স্ক মানুষ, অনেক জটিল রোগে আক্রান্ত, এই রোগগুলো কখনো ভালো হবে না। কিন্তু চিকিৎসা করলে নিয়ন্ত্রণ রাখা যায়। তার যে রোগগুলো আছে তা আমাদের দেশে চিকিৎসা করানো সম্ভব। আমাদের দেশে যে হাসপাতাল আছে সেখানে সম্ভব।

তিনি আরও বলেন, দেশের নামীদামী চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারে, বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে পারে, তারা বিদেশের চিকিৎসকদের সাথে আলাপ-আলোচনা করে চিকিৎসা দিতে পারে, সেগুলো সম্ভব। কিন্তু সেইদিকে তারা না যেয়ে তারা আসলে প্রকৃত অবস্থা আড়াল রেখে এই নিয়ে রাজনীতি করছে। সেই প্রেক্ষাপটে আমি করি খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে এবং তারা যেটা বলছে যে, সরকার মানবিক আচরণ করছে না। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি খালেদা জিয়ার প্রতি মানবিক আচরণ করছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই খালেদা জিয়ার প্রতি মানবিক আচরণ করে আসছে। যদিও তার অনেক কষ্ট আছে ২১ আগস্টের ঘটনা, ২১বার তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু তারপরও তিনি কিন্তু মানবিক আচরণ দেখাচ্ছেন। কোন প্রতিহিংসা দেখায়নি। এবারও না, অতীতের চিকিৎসার সময়ও দেখায়নি। উনি সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তার চিকিৎসা যতটুকু করার প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ অর্ডারে করেছে, বাকীটা আইনের ব্যাপার। খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত এবং তারা বিদেশ যেতে চায়, এটা আসল উদ্দেশ্য।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭