ইনসাইড গ্রাউন্ড

জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের যুবাদের


প্রকাশ: 01/12/2021


Thumbnail

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা। ভারতের ‘এ’ দলের পর ‘বি’ দলকেও হারাল বাংলাদেশ। বুধবার (১ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে ১১৩ রানের বিশাল জয় পেয়েছে রাকিবুল হাসানের দল। ১০১ রান করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেওয়া প্রান্তিক নওরোজ নাবিল হয়েছেন ম্যাচসেরা। আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের যুব ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে সফরকারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে। জবাবে অসহায় আত্মসমর্পণ করে ভারতের যুব ‘বি’ দল। ৪৫.৩ ওভারে ১৯২ রানে অলআউট তারা।

প্রান্তিকের সেরা ইনিংস ১০৮ বলে ১৪ চারে সাজানো ছিল। ওপেনার ইফতেখার হোসেন করেন ৫৭ রান। শেষ দিকে মেহরব হাসানের ৪৮ বলে ৭০ রানের সুবাদে তিনশ পেরোয় সফরকারীরা। তার ইনিংসে ছিল ৬ চার ও ২ ছয়। ভারতের পক্ষে কৌশল এস তাম্বে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৯১ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা কাটাতে পারেনি ভারত। ৬৩ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট তারা হারায়। মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে ভারতের ব্যাটিং ধসে গুরুত্বপূর্ণ অবদান আরিফুল ইসলামের। চার উইকেট নেন তিনি। তাম্বে ভারতের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭