ইনসাইড থট

কৃষিবিদ বদিউজ্জামান বাদশা‘র শেষ আর্তি


প্রকাশ: 02/12/2021


Thumbnail

অল্প কিছুদিন হলো জনমানুষের প্রিয় নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রয়াত হয়েছেন। মরেও যেন তিনি অমর হয়ে আছেন তার কর্মের মাঝে। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নালিতাবাড়ী ফিরে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা সংক্ষুদ্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি এমন কিছু কথা বলেন যা একজন প্রকৃত নেতাই কেবল বলতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই বক্তৃতার ভিডিও পাওয়া যাচ্ছে যেটি দেখলে যে কোন মানুষের চোখে পানি চলে আসবে।

  

সেই বক্তৃতায় তিনি বলেন,- আমি ব্যর্থ, আমাকে ক্ষমা করবেন। আমি হয়তো আগামী নির্বাচন পর্যন্ত বাঁচবো না, আমার জানাজায় অংশ নিয়ে আমাকে দোয়া করবেন।

সেদিনের বক্তৃতায় তিনি বলেছিলেন, ... বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর কথা বলছেন, ডঃ কামাল হোসেন আজকে বঙ্গবন্ধুর কথা বলছেন, কিন্তু ডঃ কামাল হোসেন, কাদের সিদ্দিকীরা শেখ হাসিনাকে মানে না। আমি বঙ্গবন্ধুর কন্যার সাথে রাজনীতি করেছি, মুজিব কন্যাকে বাদ দিয়ে বঙ্গবন্ধুকে মেনে নিলে পুর্নাঙ্গ আওয়ামী লীগের রাজনীতি হয় না। ..., আমি জানিনা আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন কিনা, ... , যদি জীবনে আপনারা আমাকে ভোট দিতে নাও পারেন কোনদিন, একটা অনুরোধ, আপনারা আমার জানাজায় হাজির হয়ে আমাকে দোয়া করবেন। ...., আগামী নির্বাচন পর্যন্ত বাঁচবো কিনা, আমার জীবনে আর কোনদিন এমপি হওয়ার সুযোগ আসবে কিনা জানিনা...

আমি জানি আমি না থাকলেও আপনাদের আদর্শের কোন ঘাটতি হবে না...

আমি জানি আপনাদের সমস্যা হবে অনেক, ...। আমি শুধু একটি কথা বলবো, আমরা মুসলমান হিন্দু যাই হই, আমি উপর আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ...এই দুঃখ কষ্ট স্বীকার আমাদের কপালে লিখা ছিল বলেই এইটুকু আমাদের গ্রহণ করতে হবে। আমি আমার রাজনীতির জীবনের ছোটবেলা থেকে কোনদিন ভাবি নাই, কোনদিন কল্পনাও করি নাই, এইভাবে একটা বিব্রতকর পরিস্থিতিতে পরে আমাদেরকে একটি রাজনৈতিক সিদ্ধান্তে যেতে হবে।.... এখানে আমাদের ছোট ভাই যারা তরুন, তাদেরকে অনুরোধ করবো, আমি যদি জীবনে কিছু নাও হতে পারি, আমার ভাগ্যে যদি কিছু নাও লিখা থাকে,...  আপনারা বঙ্গবন্ধুর আদর্শের ভিতর দিয়েই আগামী দিনে কিছু অর্জন করার চেষ্টা করেন। আমি ব্যর্থ হলেও আমি দোয়া করি আল্লাহর কাছে, আমার এই সাধনা আপনাদের দ্বারা প্রতিফলিত হোক, আমি সেইটিই চাইবো। .....

আমার ৬০ বছরের অর্জন, আমার সামাজিক অর্জন, মানুষের ভালোবাসা। আমি শব্দেও এখন আতকে উঠি রাত্রে, হে পরম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমার ভাগ্যে কি এই লিখন আছে, ... আপনারা আমাকে ক্ষমা করবেন কিনা জানিনা,... হয়তোবা আপনারা ক্ষমা না করে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবেন। আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলেও আমি অনুরোধ করবো, ...কষ্ট করে আমার মৃত্যুর পর একবার আমার জানাজায়...

আর কিছু না বলে শুধু এইটুকু বলবো আমি একজন ব্যর্থ নেতা হিসেবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনাদের অনেক আশা ছিল, আকাংখা ছিল, আমি ইচ্ছা করলে সেটি পূরন করতে পারতাম আমার রাজনৈতিক কলংক মাথায় নিয়ে। আমি আপনাদের বঞ্চিত করেছি, আপনাদের বিমুখ করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ... আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন।....

আপনারা আমার কাছে যেভাবে আবেদন করেছিলেন, আমার কাছে যা চেয়েছিলেন, নেতা হিসেবে আমি পূরন করতে পারলাম না বলে, আপনাদের দাবী পূরন করতে পারলাম না বলে. ক্ষমা প্রার্থনা করছি। আপনারা নিজ গুনে ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করতে পারবেন কিনা, আমি চাই আমার এই অঞ্চলের মানুষের আগামী প্রজন্ম এই অঞ্চলের মানুষের কাছে ...পরিনত না হয়।

আপনাদের কষ্টের কথা আমার জানা আছে। যতদিন আমি জীবিত থাকবো বন্ধুগন, ভাইয়েরা আমার, ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। যদি কিছু নাও দিতে পারি, অসুখে বিসুখে আমার রক্তটুকুও যদি কাজে লাগে, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই রক্তটুকু দিয়ে হলেও আপনাদের ঋন শোধ করতে চেষ্টা করবো। আর আপনারা আমার কাছে আমার জীবিত অবস্থায় কেউ কোন কাজে আসেন, আমার সাধ্যের ভিতরে থাকে, আমার ঘরের লোক হিসেবে আমি সেটিকে পূরন করতে চেষ্টা করবো। বন্ধুগন, আমি আর কথা বলতে পারছি না, আমার কথা আরষ্ট হয়ে আসছে। ভাইয়েরা আমার,..., আজকে আমার ডাকে যারা সমবেত হয়েছেন নেতৃবৃন্দসহ, প্রত্যেকের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে, বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করবেন, ... উনি মুজিবের কন্যা, সেই বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করলাম। ভাল থাকবেন সবাই। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

এই হলেন বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক যিনি মৃত্যুর পূর্বেও দল ও মানুষের কথা ভেবেছেন। দলীয় নেত্রীর প্রতি আস্থাশীল থাকার জন্য নিজের কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে, ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। বর্তমানে হাইব্রীডদের ভীড়ে হারিয়ে যাচ্ছে আসল নেতারা। একজন অগ্রজ নেতা হিসেবে কৃষিবিদ বদিউজ্জামান বাদশার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭