ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত


প্রকাশ: 02/12/2021


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন এবার আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ধরা দিয়েছে মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এই ব্যক্তি ২২শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে।

গতকাল বুধবার (০১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি এ বিষয়ে নিশ্চিত করেছেন।

ড. অ্যান্থনি ফাউসি জানান, তার করোনার লক্ষণ ছিলো মৃদু, তিনি নিজেই কোয়ারেন্টিনে গিয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলো তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। ফাউসি বলেন, ওই ব্যক্তির করোনার দুটো টিকা নেওয়া ছিলো তবে তিনি এখনো বুস্টার ডোজ নেননি।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ওমিক্রন কোন আতঙ্কের কারণ নয় বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা। আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে যেমনটি আমরা এর আগে করে এসেছি।”

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন এই ধরণটিকে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭