ওয়ার্ল্ড ইনসাইড

উত্তর কোরিয়াকে সংলাপে বসার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র


প্রকাশ: 03/12/2021


Thumbnail

কঠোর বিধিনিষেধে বলয়ে থাকা উত্তর কোরিয়ার প্রতি আবারো সংলাপে বসার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া সফরে থাকা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার দেশের সঙ্গে আবার সংলাপে বসতে এ আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) অস্টিন উত্তর কোরিয়ার উদ্দেশ্য এ কথা বলেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয়ে একমত হয়েছেন যে, উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়টি বন্ধ করা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সু উকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা উত্তর কোরিয়ার প্রতি কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশে বর্তমানে ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

পিয়ং ইয়ংয়ের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে আমেরিকা। পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির মোকাবিলায় নিজেদের এই সামরিক শক্তি বৃদ্ধি করছে উত্তর কোরিয়া। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭