ইনসাইড হেলথ

বিশ্বে করোনায় ৭ হাজার মানুষের মৃত্যু


প্রকাশ: 04/12/2021


Thumbnail

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩২৭ জনের। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ১১৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ৫২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২৬ কোটি।

গত এক দিনে দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং করোনায় এই দিন দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।

একইদিন রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন করোনা রোগী, যা ছিল দৈনিক হিসেবে করোনায় কোনো একক দেশের সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি গত একদিনে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০ জন। 

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ১১ হাজার ৮৯৭ জন। এই রোগীদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৯ লাখ ২৫ হাজার ১৭৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৬ হাজার ৭০০ জন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭