ইনসাইড এডুকেশন

লাল কার্ড নিয়ে রামপুরার রাস্তায় নামলেন শিক্ষার্থীরা


প্রকাশ: 04/12/2021


Thumbnail

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাল কার্ড নিয়ে রামপুরার রাস্তায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আজকের এই লাল কার্ড কর্মসূচিটি পালিত হচ্ছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর গত ৩০ নভেম্বর থেকে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছিলো এলাকাবাসী। এসময় ঘাতক বাস সহ আটটি বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আহত অবস্থায় চিকিৎসা শেষে তাকে আটক করেছে র্যাব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭