ইনসাইড গ্রাউন্ড

মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশের পেসাররা: বাবুল


প্রকাশ: 05/12/2021


Thumbnail

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হওয়া দেশের প্রখ্যাত কোচ মিজানুর রহমান বাবুল মনে করছেন, প্রতিপক্ষ পেসারদের এত ভালো করতে দেখে মানসিকভাবে পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশের পেসাররা। চট্টগ্রাম ও ঢাকা টেস্টে পেসাররা প্রত্যাশা পূরণ করতে না পারার পেছনে এই কারণটিকেই বড় করে দেখলেন সাবেক এই পেসার।

তিনি বলেন, ‘পাকিস্তানের পেস বোলাররা ডমিনেট করছে, আমাদের উইকেট নিচ্ছে। তাদের সাথে আমাদের পেসারদের তুলনা করলে, উইকেট নিতে না পারার কথা ভাবলে… হয়ত এখানে মানসিকভাবে পিছিয়ে যাচ্ছে। উইকেট নেওয়ার জন্য বাড়তি কিছু করতে গিয়ে হয়ত তাদের জায়গাগুলো নড়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে।’

ঢাকা টেস্টে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পেসারদের বোলিংয়ে যেন কোনো ধার নেই। ফলে বৃষ্টিবিঘ্নিত দুই দিন শেষে বাংলাদেশের স্বস্তিও নেই খুব একটা। বাবুলও মেনে নিলেন, বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ভালো হচ্ছে না।

তার ভাষায়, ‘ওভাবে মূল্যায়ন করলে ভালো না আসলে। ভালো বোলিং করা হয়নি। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। ঐ অনুযায়ী পারফর্ম করতে পারিনি, এটাই বাস্তবতা।’ 

বাবুল জানান, বাংলাদেশের পেসাররা স্পিনারদের চেয়ে কম গুরুত্ব পেলেও বৈশ্বিক পরিধি বিবেচনায় তাদের খুব বেশি নম্বর দেওয়ার সুযোগ নেই। দশের মধ্যে অভিজ্ঞ এই কোচ বাংলাদেশের পেসারদের মূল্যায়ন করলেন ৬ বা ৭ নম্বর দিয়ে।

তিনি বলেন, ‘একেক দেশ একেক রকম। আমাদের স্পিনাররা পেসারদের চেয়ে এগিয়ে থাকে। অন্য দেশের সাথে আমাদের পেসারদের তুলনা করলে দশের মধ্যে ৫-৬ দিব।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭