কালার ইনসাইড

যুক্তরাষ্ট্র থেকে নতুন পরিকল্পনার কথা জানালেন শাকিব


প্রকাশ: 05/12/2021


Thumbnail

ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক তিনি। যার ছবি মানেই হল ভর্তি দর্শক। নির্মাতা, প্রযোজোকদের আস্থার প্রতীক তিনি। বলছি, মেগাস্টার শাকিব খানের কথা। সুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও তার জনপ্রিয়তা কম নয়। বর্তমানে এই নায়ক  আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে সম্প্রতি তিনি অংশ নেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। মঞ্চে এসে শাকিব খান নতুন সিনেমা নিয়ে আসাছে রোজার ঈদে যুক্তরাষ্ট্রে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হয় ৩ ডিসেম্বর। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ১৯ তম আয়োজন জেনে বিস্ময় প্রকাশ করেন শাকিব খান। তিনি বলেন, ‘আমি জেনে খুবই আশ্চর্য হয়েছি যে আমেরিকার মতো দেশে বাংলাদেশের সিনেমা নিয়ে এই আয়োজনটি এত বছর ধরে চলে আসছে।’

আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু তার ফেসবুকে ১০ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিও থেকে জানা যায় শাকিব খানের প্রত্যাশার কথা।

শাকিব খান বলেন, ‘কথায় আছে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে অনেকে দুষ্টুমি করে বলছিল যে, আমেরিকায় এসেছো, দেখ, ঘোরো-ফেরো। দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিলে আবার সিনেমাও করবা।

‘আমার কাছে মনে হয়েছে, এত দূর এসেছি। একটা সিনেমায় দিয়েও যাই আপনাদের, নিয়েও যাই দেশের মানুষদের জন্য। একটা চমৎকার গল্পের পরিকল্পনা হয়েছে। আমার পরিচালক হিমেল আশরাফ, সে ঢাকায় গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন।’

পরিকল্পনার কথা জানিয়ে শাকিব বলেন, ‘এমনভাবে পরিকল্পনা করছি যে, আগামী রোজার ঈদ যেটা আসছে, সেই ঈদ যেন আপনাদের সঙ্গে কাটাতে পারি। এখানকার সিনেমা হলে আমাদের সিনেমা মুক্তি দিয়ে, এক সঙ্গে দেখে রোজার ঈদ পালন করব ইনশাআল্লাহ।’

কথা বলার শুরুর দিকে শাকিব খান মিশন এক্সট্রিম সিনেমাটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যখন পরিবেশক বিভিন্ন দেশে ফোন করে জানতে চাইবেন সিনেমার ব্যবসার খবর। একটি সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে, মিশন এক্সট্রিম, সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রিয়তমা ছাড়াও হিমেল আশরাফের পরিচালনায় শাকিব অভিনীত নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার প্রায় পুরোটার শুটিং হবে যুক্তরাষ্ট্রে। একই পরিচালকের সঙ্গে শাকিব খানের মায়া নামের একটি সিনেমায় অভিনয় করার কথা আছে। সেটার শুটিং হবে দেশেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭