কালার ইনসাইড

প্রতারক থেকে কোটি টাকা ও নিয়েছেন দামি গাড়ি জ্যাকুলিন- নোরা


প্রকাশ: 05/12/2021


Thumbnail

প্রতারক মামলার আসামী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর তাতে যে  তথ্য উঠে এসেছে, তাতে বিপাকে পড়তে চলেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ইডি জানায়, জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি টাকার উপহার দিয়েছে সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া এবং ৯ লক্ষের একটি পার্সিয়ান বিড়াল।

তিহার জেলে বন্দি থাকা অবস্থাতেই সুকেশ এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি টাকা আদায় করে বলেও ইডি চার্জশিটে জানিয়েছে বলে  হিন্দুস্তান টাইমসের খবর। 

জ্যাকুলিন ছাড়াও অভিনেত্রী নোরা ফতেহির নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। নোরাকে একটি দামি গাড়ি উপহার দেয় সুকেশ। জেলে থাকা অবস্থাতেই জ্যাকুলিনের সঙ্গে ফোনে সে কথা চালাত বলেও তদন্তে উঠে এসেছে।

কিছুদিন আগেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যম জানায়, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ওই ছবি তোলা হয়েছে। সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।  

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয়েছে জ্যাকুলিন ও চন্দ্রশেখরের। ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রশেখর জ্যাকুলিনের গালে চুম্বন করছেন। আর সেই ছবি আয়নার প্রতিফলনে সেলফি হিসেবে তুলে রাখছেন। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করেছিলেন।

বর্তামনে  দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার প্রতারণার পাশাপাশি আরও ২০টি বিভিন্ন আর্থিক  প্রতারণার মামলার আসামী তিনি। এর আগে জ্যাকুলিন ফার্নান্ডেজ দাবি করেছিলেন, তিনি চন্দ্রশেখরকে চেনেন না। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭