ইনসাইড গ্রাউন্ড

বিপিএলে দল নিতে আগ্রহী ৮ ফ্র্যাঞ্চাইজি


প্রকাশ: 06/12/2021


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে আট ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই ব্যাপারে নিশ্চিত করেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে পাপন বলেন, 'বিপিএলে প্রথম যে জিনিস হয়েছে যে এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে, আমাকে আজকে যেটা জানানো হলো। মানে, আটটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে এখন আমরা দেখব, তাদের সম্পর্কে জানব। দিস ইজ নাম্বার ওয়ান মানে এখনো ফাইনাল হয়নি।'

এর আগে বিসিবি জানিয়েছিল, ছয় দল নিয়ে বিপিএল চালাতে আগ্রহী তারা। যদিও এই ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত করেনি দেশের ক্রিকেট নিয়ন্ত্রণের অভিভাবক সংস্থাটি। এখনো আলোচনার টেবিলেই রয়েছে বিপিএল।

সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে যেতে থাকলে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে এবারের বিপিএল। একইসময়ে অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে অন্যান্য আসরের তুলনায় বিদেশি ক্রিকেটার কম দেখা যেতে পারে এবারের বিপিএলে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭