ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার কোভিড আক্রান্ত


প্রকাশ: 06/12/2021


Thumbnail

ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষ না হতেই ঘোষণা আসে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর কারণে স্থগিত হয়েছে সব খেলা। তাতে অবশ্য কপাল খুলেছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের। র‍্যাংকিং অনুযায়ী বিশ্বকাপে খেলবে তারা।

তবে বাছাই পর্ব শেষে দেশে ফেরার পথে বেশ বিপাকে পড়তে হয় দলকে। প্রায় তিন দিন পর দেশে ফিরে রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয় তাদের।

আজ সোমবার ছিল কোয়ারেন্টিনের শেষ দিন। এদিনই জানা গেল, নারী দলের দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় সংবর্ধনা দেয়ার কথা ছিল দলকে। তবে সেটি বাতিল করা হয়েছে দুই ক্রিকেটারের কোভিড আক্রান্ত হওয়ায়। দুই সদস্যের কোভিড আক্রান্তে গোটা দলকে আবারও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭