ইনসাইড পলিটিক্স

যেভাবে কার্যকর হবে মুরাদের পদত্যাগ


প্রকাশ: 07/12/2021


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তিনি বলেন, আজকের মধ্যেই যেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগ করেন। সংবিধানের ৫৮ অনুচ্ছেদে মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে উল্লেখ করা হয়েছে। 

সংবিধানের ৫৮ এর ২ ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করিতে পারিবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশের পরই আসলে মুরাদের মন্ত্রিত্ব আর নেই। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, একজন মন্ত্রীর মন্ত্রিত্ব নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার উপর। আজ মুরাদ যদি এই পদত্যাগপত্র মন্ত্রীপরিষদ বিভাগে নাও দেন, তাহলেও কোনো সমস্যা নেই। এটি আপনা-আপনি ভাবে তার পদের অবসান ঘটবে। এটিই সংবিধানের কথা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭