ইনসাইড গ্রাউন্ড

তিনশ হতেই ইনিংস ঘোষণা পাকিস্তানের


প্রকাশ: 07/12/2021


Thumbnail

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৩০০ রানে।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান হারিয়েছে আরও দুটি উইকেট। এরপর দৃঢ়তা দেখিয়েছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। ১৯৭ রানে চতুর্থ উইকেটের পতনের পর দুজনে আর কোনো বিপদ ঘটতে দেননি। পঞ্চম উইকেটে গড়েন ১০৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।

বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন এবাদত, শিকার করেন আজহার আলীকে। যদিও তাতে এবাদতের কৃতিত্বের চেয়ে আজহারের দায়ই বেশি। পুল করতে গিয়ে আজহার তালুবন্দী হন উইকেটরক্ষক লিটন দাসের হাতে। বিদায়ের আগে ১৪৪ বলের মোকাবেলায় ৫৬ রান করেন ৮টি চারের সহায়তায়।

এরপর দল দ্বিতীয় সাফল্যের দেখা পায় খালেদ আহমেদের হাত ধরে। নিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পান খালেদ। উইকেটটি স্মরণীয় হয়ে থাকবে আরও এক কারণে- দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ৯টি চার ও ১টি ছক্কায় ১২৬ বলে ৭৬ রান করে আউট হন বাবর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭