ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ


প্রকাশ: 08/12/2021


Thumbnail

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ এর খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে সংযুক্ত আরব। আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই দুই মেগা টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের মূল দলের সঙ্গে সফরসঙ্গী হবেন আহসানুল হাবিব লিওন এবং জিদান আলম। স্ট্যান্ডবাই হিসেবে দেশে থাকবেন মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।

এবার যুব দলের নেতৃত্ব দেবেন গতবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসান। সঙ্গে একই দলের অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও প্রান্তিক নওরো। তবে মূল দলে সুযোগ হয়নি পেসার মহিউদ্দিন তারেক আর অলরাউন্ডার সাকিব শাহরিয়ারের।

এশিয়া কাপ খেলতে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই টুর্নামেন্টে বি গ্রুপে পড়েছে টাইগার যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল, নেপাল অনূর্ধ্ব-১৯ দল ও কুয়াতে অনূর্ধ্ব-১৯ দল। এশিয়াকাপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ আগামী ২৩ ডিসেম্বর। কুতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ ২৫ ডিসেম্বর ও শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ ডিসেম্বর।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭