টেক ইনসাইড

আগামী মে থেকে থাকছে না অ্যালেক্সা ইন্টারনেট


প্রকাশ: 09/12/2021


Thumbnail

২৫ বছর আগে ১৯৯৬ সালের এপ্রিলে যাত্রা করা ভার্চুয়াল জগতের সকল ওয়েবসাইটের ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালেক্সা ইন্টারনেট ২০২২ সালের পহেলা মে থেকে তাদের সকল ধরণের কার্যক্রম থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার (৮ ডিসেম্বর) রাত ১২টায় নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করে আমাজন ডট কম মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালেক্সা ইন্টারনেট।

অ্যালেক্সার দেয়া ঘোষণায় বলা হয়েছে, পঁচিশ বছর আগে, আমরা আলেক্সা ইন্টারনেট প্রতিষ্ঠা করেছি। দুই দশক ধরে আপনার ডিজিটাল দর্শকদের খুঁজে বের করতে, পৌঁছাতে এবং রূপান্তর করতে সাহায্য করার পর, আমরা ১ মে, ২০২২ সালে অ্যালেক্সা ডট কম অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কীওয়ার্ড গবেষণা, এবং আরও অনেক কিছুর জন্য আমাদেরকে আপনার কাছে যাওয়ার সুযোগ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। গ্রাহক হিসাবে আপনাকে সেবা দিতে পেরে আমরা গর্বিত।

অ্যালেক্সা ইন্টারনেট কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে কোন কারণ বা ব্যাখ্যা দেয়নি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭