ইনসাইড গ্রাউন্ড

বার্সাকে ইউরোপা লিগের টিকেট ধরিয়ে দিলো বায়ার্ন


প্রকাশ: 09/12/2021


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রুপ ই-তে নিজেদের শেষ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এখন বার্সা খেলবে দ্বিতীয় সারির লিগ ইউরোপা লিগের রাউন্ড ৩২ এ। এই গ্রুপে রানার্সআপ হিসেবে রাউন্ড ষোলতে গেছে বেনেফিকা। তারা ডিনামো কিয়েভের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয পেয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করে।

২০০০-০১ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো কাতালানরা। গোটা ইতিহাসে এর আগে মাত্র তিনবার চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে পারেনি বার্সেলোনা। এই মৌসুমের শুরুতেই লিওনেল মেসি ক্লাব ছেড়েছিলেন। মেসি যাওয়ার পর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। শেষবার যখন বার্সেলোনা পরের রাউন্ডে উঠতে পারেনি, পেদ্রি-আনসু ফাতিদের জন্মই হয়নি!

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। দুই আক্রমণাত্মক মিডফিল্ডার টমাস মুলার আর লিরয় সানের গোল করেছিলেন। ৩৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির সহায়তায় প্রথম গোল করেন মুলার, পরে কিংসলে কোমানের সহায়তায় গোল করেন সানে। দ্বিতীয়ার্ধে আলফোনসো ডেভিসের সহায়তায় বার্সায় কফিনে শেষ পেরেক ঠুকে দেন জামাল মুসিয়ালা।

সর্বশেষ ২০০০-০১ মৌসুেম চ্যাম্পিয়ন্স লিগের নক আউট বা রাউন্ড ষোলতে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল তারা। সেই দলটির হয়ে খেলেছিলেন জাভি। এবার তিনি সেই তীক্ত স্বাদ পেলেন বার্সার কোচ হয়ে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭