ওয়ার্ল্ড ইনসাইড

করোনা আক্রান্তের সংস্পর্শে ক্লাবে গিয়ে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


প্রকাশ: 09/12/2021


Thumbnail

করোনাভাইরাসে সংক্রমিত একজনের সংস্পর্শে থাকার পর ক্লাবে যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইউরোপের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। 

গত শনিবার (০৪ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর হেলসিঙ্কির একটি নাইট ক্লাবে যান সানা মারিন।

এ বিষয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তাকে বলা হয়েছিল সম্পূর্ণ টিকা নেওয়ায় তার আইসোলেশনে থাকার দরকার নেই। তবে, পরবর্তীতে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে আরও একটি বার্তা পাঠানো হলে তিনি সেই বার্তাটি কোনোভাবে এড়িয়ে যান।

তবে, সমালোচকেরা তাকে পরীক্ষা করে নেগেটিভ হওয়া পর্যন্ত আইসোলেশনে না থাকার জন্য প্রশ্ন তুলেছেন।  
সোশ্যাল ডেমোক্রেটিক দলের ৩৬ বছর বয়সী এ নেতা বলেছেন, যে বার্তাটিতে তাকে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল সেটি ছিল তার অফিসের ফোনে। যা তখন তিনি বাড়িতে রেখেছিলেন।

তবে, রোববার টেক্সটি দেখার পর তিনি জরুরিভাবে কোভিড পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭