ওয়ার্ল্ড ইনসাইড

বুস্টার ডোজ নিলেই পাবে ৩০০ ইউরো


প্রকাশ: 10/12/2021


Thumbnail

ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ষাটোর্ধ্ব নাগরিকরা করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলেই নগদ ৩০০ ইউরো করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন করে তাণ্ডবলীলা শুরু হওয়ার পর দেশটির নাগরিকদের জন্য এমন ঘোষণা দিলো সে দেশের সরকার। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থায় রয়টার্স। 

বাংলাদেশি টাকায় ৩০০ ইউরোর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ হাজার ১৪২ টাকা। আর এই বয়সীরাই টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করলে পাবেন ২০০ ইউরো, এটা বাংলাদেশি টাকায় ১৯ হাজার ৪২৮ টাকা। 

রয়টার্স এক প্রতিবেদনে বলে, স্লোভাকিয়া টিকা নেওয়ার জন্য প্রণোদনা প্রদানকারী প্রথম দেশ নয়। সুইজারল্যান্ডে যারা বন্ধুদের কোভিড-১৯ টিকা নিতে রাজি করান তারা বিনামূল্যে রেস্টুরেন্টে খেতে পারেন বা সিনেমা দেখতে পারেন। গত অক্টোবরে এই অফার দেওয়া হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহর আগস্টে বলেছিল, টিকার প্রথম ডোজ নেওয়া যেকোনো ব্যক্তিকে ১০০ ডলার নগদ দেওয়া হবে। স্লোভাকিয়ায় এখন পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ নাগরিক পূর্ণ ডোজ টিকা পেয়েছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭