সোশ্যাল থট

ভাইরে দুই বোতল পানির জন্য আমার গাড়িটা পুড়ে শেষ (ভিডিও)


প্রকাশ: 10/12/2021


Thumbnail

অন্যর সাহায্যতে এগিয়ে আসার মানসিকতা যেনো দিন দিন হারিয়ে ফেলছি আমরা। রাজধানীর এয়ারপোর্ট রোডে হঠাৎ চলন্ত গাড়িতে ধোঁয়া, এরপর আগুন লাগে। গাড়ির যাত্রী কোন মতে গাড়ি থেকে বের হতে পারলেও বাঁচাতে পারেননি গাড়িটিকে। আশপাশের মানুষ সাহায্য বদলে তখন ব্যস্ত ছিলো ছবি তোলা কিংবা ভিডিও করাতে। অথচ মাত্র দুই বোতল পানি নিয়ে কেউ এগিয়ে এলে, গাড়িটি এভাবে পুড়ে শেষ হতো না।

গতকাল বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটির মালিক মো. রায়হান আলী খান। গাড়ির মালিক আফসোস করে বলেন দুই বোতল পানি নিয়ে কেউ এগিয়ে এলে, গাড়িটি এভাবে পুড়ে শেষ হতো না। 

এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী গাড়ির মালিকের ভাই হিরণ খান। তিনি তার ফেসবুকে লিখেন, ‘বৃহস্পতিবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডে এই জলন্ত গাড়িটি আমার মেজ ভাই মো. রায়হান আলী খানের। কোনোমতে প্রাণে বেঁচে আমাকে ফোন দিয়ে বলল, ‘ভাইরে দুই বোতল পানির জন্য আমার গাড়িটা পুড়ে শেষ। গাড়িতে যখন ধোয়া বের হচ্ছিল তখন দরজা লক হয়ে যায়…। অনেক কষ্টে বাইরে বের হয়ে মানুষের কাছে পানির জন্য অনুরোধ করেন তার ভাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি। বরং রাস্তার মানুষগুলো পানি না দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল।‘

হিরণ খান নিজের ফেসবুল ওয়ালে হতাশা প্রকাশ করে বলেন, ‘হায়রে ভাইরাল দুনিয়ার ভাইরাল মানুষ। কবে যে দেখব, মৃত্যুযাত্রি নিজের মায়ের মুখে পানি না দিয়ে শেষ নিঃশ্বাসের ভিডিও ভাইরালে ব্যস্ত এক সন্তান…।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭