ওয়ার্ল্ড ইনসাইড

অমিক্রন ঠেকাতে কি টিকার তিন ডোজ জরুরি


প্রকাশ: 11/12/2021


Thumbnail

ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকা অতটাও কার্যকর হবে না বলে প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এবার করোনার ওমিক্রন ধরন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট না। ওমিক্রন ও ডেলটা ধরন নিয়ে যুক্তরাজ্যের এক গবেষণাতেও এ তথ্য উঠে আসে।

যুক্তরাজ্যের গবেষণাতে উঠে আসা তথ্য বলছে, করোনার তৃতীয় ডোজ ওমিক্রনের সুরক্ষার হার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। অমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা যাচাই করতে ধরনটিতে আক্রান্ত ৫৮১ জন এবং ডেলটায় আক্রান্ত কয়েক হাজার জনকে নিয়ে গবেষণা চালান যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। 

তবে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলছে, সুরক্ষা কম দিলেও অমিক্রনে আক্রান্ত হওয়ার পর করোনার টিকা হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম। 

গবেষণায় দেখা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমে এসেছে। ফাইজারের টিকার দুটি ডোজ নেওয়ার পর সুরক্ষার হার উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যায়। তবে গবেষণায় দেখা গেছে, টিকাগুলোর তৃতীয় ডোজ নিলে করোনার বিরুদ্ধে সুরক্ষার হার বেড়ে ৭০ থেকে ৭৫ শতাংশে দাঁড়ায়।

ইউকেএইচএসএ আশঙ্কা করছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে মোট করোনা সংক্রমণের অর্ধেকই ছড়াবে অমিক্রনের মাধ্যমে। ধরনটির বিস্তারে লাগাম টানা না গেলে মাসের শেষের দিকে যুক্তরাজ্যে ১০ লাখের বেশি মানুষ অমিক্রনে আক্রান্ত হবে।

ইউকেএইচএসএ টিকাদান বিভাগের প্রধান মেরি রামসে বলেন, ‘প্রাথমিকভাবে সামনে আসা এসব অনুমানগুলোকে সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ডেলটার তুলনায় অমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলেই— এগুলো ইঙ্গিত দিচ্ছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭