ইনসাইডার এক্সক্লুসিভ

দুবাইয়েও জায়গা হলো না মুরাদের


প্রকাশ: 11/12/2021


Thumbnail

শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেও ঢুকতে দেওয়া হলো না বিতর্কিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে। পদত্যাগ করে গত বৃহস্পতিবার তিনি কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। কিন্তু কানাডার টরেন্টো বিমানবন্দরে নামার পর তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং পাঁচটি কারণ দেখিয়ে তার প্রবেশাধিকার রহিত করে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এর পরপরই পরবর্তী ফ্লাইটে তাকে দুবাই নিয়ে আসে এমিরেটস। কিন্তু দুবাইয়ে তার বৈধ ভিসা না থাকা এবং অন এ্যারাইভাল ভিসার শর্ত পূরণ না করার প্রেক্ষিতে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সকালে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, ডা. মুরাদ হাসান বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হন এবং এই সমালোচনার মুহূর্তেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে বলেন। আর এই পদত্যাগের পরপরই তিনি কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭