ওয়ার্ল্ড ইনসাইড

হ্যাকের কবলে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট


প্রকাশ: 12/12/2021


Thumbnail

হ্যাকিংয়ের কবলে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। হ্যাকাররা মোদির টুইটার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ নিয়ে বিট কয়েন বিষয়ে ভুয়া তথ্য পড়িয়েছে। 

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে হ্যাক করা হয় ভারতের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি। 

তবে খুব দ্রুতই মোদির অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়। আর অ্যাকাউন্ট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টুইট করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, হ্যাক করে ছড়ানো বার্তা যেন সবাই এড়িয়ে যান। 

জানা গেছে, গত মধ্যরাতে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় দাবি করা হয়- ভারতে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। ভারতের নাগরিকদের  মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। এই তথ্য ছাড়াও একটি লিঙ্ক শেয়ার করা হয়।

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া সেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও অনেকেই এ ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭