ইনসাইড গ্রাউন্ড

ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশ: 12/12/2021


Thumbnail

করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্বজুড়ে এখন উদ্বেগ ছড়ানো ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে বাংলাদেশ। এই দুজনই দেশের নারী ক্রিকেটার; তারা আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফর করে সম্প্রতি দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রবিবার জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। নতুন করে কারও শরীরে ওমিক্রনে শনাক্ত হয়নি। এর আগে গতকাল শনিবার দেশে প্রথম ওমিক্রন শনাক্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এদিকে, প্রচলিত টিকার দুই ডোজ করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয়। এ বিষয়ে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলেন, ২  ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে। করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ সাত থেকে ১০ দিনের মধ্যে দেওয়া শুরু হতে পারে বলে আশার কথা শুনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭