ওয়ার্ল্ড ইনসাইড

কানাডায় হিজাব পরায় ক্লাস নেওয়া থেকে শিক্ষিকার অব্যাহতি


প্রকাশ: 12/12/2021


Thumbnail

হিজাব পরার কারণে কানাডায় এক স্কুল শিক্ষিকাকে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির কুইবেক প্রদেশের চেলসি শহরের একটি প্রাক-প্রাথমিক স্কুলে ঘটনা ঘটেছে। এই শিক্ষিকার নাম ফাতেমাহ আনভেরি। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের।

খবরে বলা হয়েছে, ওই শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়নি। তবে, ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কানাডার আইন (বিল টোয়েন্টিওয়ান) অনুযায়ী, কর্মস্থলে কেউ কোনো ধরনের ধর্মীয় চিহ্ন ধারণ করতে পারবেন না।

আনভেরির ক্লাসের এক শিক্ষার্থীর মা কিরস্টেন টেইলর বোসম্যান সিবিসিকে বলেন, ‘এমন একটি কারণে বছর বয়সী শিশুরা একজন শিক্ষিকাকে হারাচ্ছে। সরকারকে বলব বিষয়টি দেখতে।

শিক্ষিকা ফাতেমাহ আনভেরিকে স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুল বোর্ডের মানবসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ঘটনায় শিক্ষক ফাতেমাহ আনভেরিসহ অভিভাবকেরা স্কুলকে দায়ী করেননি। তারা সবাই আইন নিয়ে কথা বলেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭